পরীক্ষাগারে তৈরি হল কৃত্রিম অস্থি মজ্জা
জার্মানির গবেষকেরা সম্প্রতি কৃত্রিম অস্থি মজ্জা তৈরির ক্ষেত্রে সাফল্য পাওয়ার দাবি করেছেন। গবেষকেরা জানিয়েছেন, কৃত্রিম অস্থি মজ্জা থেকে স্টেম সেল উত্পাদনে সাফল্য পাওয়ায় লিউকোমিয়া চিকিত্সা সহজ হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। শরীরের রক্ত গঠনকারী কোষকলা, অস্থি মজ্জা এবং লসিকা নালির ক্যান্সারকে লিউকোমিয়া বলে। লিউকোমিয়া সাধারণত শ্বেত রক্ত কণিকায় দেখা যায়। শরীরে স্বাভাবিকভাবে তৈরি হওয়া শ্বেত রক্ত কণিকা গুলোকে সংক্রম প্রতিরোধী দেহের প্রহরী বলা হয়। লিউকোমিয়ায় আক্রান্ত...
Posted Under : Health News
Viewed#: 11
See details.

